ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১১ লাখ ৫৫ হাজার ৪৬৫ টাকা বকেয়া পৌরকর (হোল্ডিং ট্যাক্স, পরিচ্ছন্ন ও আলোকায়ন রেইট) ও ট্রেড লাইসেন্স ফি আদায় করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এর মধ্যে ১০ লাখ ১৫ হাজার ২৫ টাকা বকেয়া পৌরকর ও এক লাখ ৪০ হাজার ৪৪০ টাকা বকেয়া ট্রেড লাইসেন্স ফি। গতকাল রাজস্ব সার্কেল-৪ ও ৬ এর আওতাধীন এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এবং স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস।
সংশ্লিষ্টরা জানান, অভিযানে সার্কেল-৪ এর আওতাভুক্ত পাথরঘাটা এলাকা থেকে এক লাখ ৬৯ হাজার ৬৫ টাকা পৌরকর ও এক লাখ চার ৫৮০ টাকা ট্রেড লাইসেন্স ফি আদায় করা হয়। সার্কেল-৬ এর আওতাভুক্ত সরাইপাড়া এলাকা থেকে আট লাখ ৪৫ হাজার ৯৬০ টাকা পৌরকর ও ৩৫ হাজার ৮৬০ টাকা ট্রেড লাইসেন্স ফি আদায় করা হয়। একই অভিযানে ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা করা ছয়টি প্রতিষ্ঠানকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।