পটিয়ায় অগ্নিদুর্গতরা পেল ত্রাণ সহায়তা

পটিয়া প্রতিনিধি | বুধবার , ১৬ জুন, ২০২১ at ১০:৩১ পূর্বাহ্ণ

পটিয়ার জিরি ইউনিয়নের গোলপুকুরিয়া নাথ পাড়ায় অগ্নিদুর্গত ৫টি পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। গত সোমবার বিকেলে জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপির পক্ষে ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ এসব সহায়তা বিতরণ করেন। সহায়তার মধ্যে ছিল শাড়ি, লুঙ্গি ও বিভিন্ন খাদ্যসামগ্রী। এ সময় উপস্থিত ছিলেন জিরি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিমুল হক, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খাঁন টিপু, বীর মুক্তিযোদ্ধা আমিন সুবেদার বুলবুল, সহসভাপতি শিবুপদ মল্লিক, সাংগঠনিক সম্পাদক নুরুল আজিম হিরু, মাহমুদুল হক, সৈয়দ ফরিদ উদ্দীন, সিরাজুল ইসলাম তালুকদার, আবু তাহের, মো. মহিউদ্দিন, আমির মোহাম্মদ, মো. আলমগীর, সুশীল কুমার নাথ, মো. এয়াকুব, হায়দার আলী, সামাদ সওদাগর, ইউপি সদস্য জুলেখা বেগম, আফরোজা আলম রুজি, জবল মেম্বার, আজিজুল হক, আবদুল মান্নান, আবুল হাসেম কমান্ডার, মো. মুছা, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দীন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধএস্কান্দার চৌধুরী
পরবর্তী নিবন্ধআনোয়ারায় ১১ শতক সরকারি ভূমি উদ্ধার