চিটাগাং ক্লাবে রবি শংকর দাশ মেমোরিয়াল স্নুকার টুর্নামেন্ট শুরু

| বুধবার , ১৬ জুন, ২০২১ at ১০:২৩ পূর্বাহ্ণ

চিটাগাং ক্লাব লিমিটেড আয়োজিত রবি শংকর দাশ মেমোরিয়াল স্নুকার টুর্নামেন্ট শুরু হয়েছে। গত ১৪ জুন সোমবার রাত সাড়ে ৮টায় টুর্নামেন্টের উদ্বোধন হয়। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন চিটাগাং ক্লাব লিমিটেডের চেয়ারম্যান শিল্পপতি নাদের খান। এসময় তিনি প্রয়াত ক্লাব মেম্বার রবি শংকর দাশের জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, রবি শংকর আমদের মাঝে না থাকলেও তাঁর অনেক মূল্যবান কৃতকর্ম রেখে গেছেন যা আমাদের প্রেরণা জোগাবে। স্নুকার বিভাগের মেম্বার ইনচার্জ মঞ্জুরুল আলম পারভেজের স্বাগত বক্তব্যের পর অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন চিটাগাং ক্লাব লিঃ’র ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল হক মঞ্জু, প্রয়াত রবি শংকর তনয়া মধু মন্টি শ্রেয়া প্রমুখ। অনুষ্ঠানে প্রয়াতের সহধর্মিনী মনি দীপা দাশ সহ চিটাগাং ক্লাব জেনারেল কমিটি মেম্বার জাবেদ হাসেম নান্নু, ইমতিয়াজ হাবিব রনি, সৈয়দ এহসানুল হক শামিম, রুমানা হয়াত, মাহবুবুল কবির খান, আলী আহসান সেলিম,আজিজুল হাকিম, এ এ এম ইমতিয়াজ চৌধুরী রকি এবং স্নুকার সাব কমিটির কনভেনার নুর উদ্দিন জাবেদ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন শহবাজ মুনতাসির চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিসিবি’র বার্ষিক সাধারণ সভা ৭ জুলাই
পরবর্তী নিবন্ধটিভিতে দেখা যাবে সুপার লিগ পর্ব