কৃষক

ফারিহা ইব্রাহিম (৩২,১০৩) | বুধবার , ১৬ জুন, ২০২১ at ৬:২৫ পূর্বাহ্ণ

আমার দেশের কৃষক যারা
সোনার ফসল ফলায় তারা
খেটে বারো মাস,
মাটির সাথে লড়াই করে
এই মাটিতে শ্রদ্ধা ভরে
করে ফসল চাষ।
ভোর বেলাতে লাঙল কাঁধে
রঙিন গামছা মাথায় বেঁধে
ছোটে চাষীর দল,
বৃষ্টি-রোদে বছর ভরে
যোগায় আহার সবার ঘরে
দেশ করে উজ্জ্বল।
সেই চাষীরা পায় না যে দাম
পায় না তারা আদর ও নাম
দুঃখে ভরা বুক,
সারাজীবন পরের তরে
খেটে যে যায় বেঁচে-মরে
পায় না কোনো সুখ।

পূর্ববর্তী নিবন্ধবৃষ্টির দিনে
পরবর্তী নিবন্ধভয়ংকর করোনা