মরণব্যাধি থেকে মুক্তি পেতে প্রয়োজন জনসচেতনতা

অ্যাডভোকেসি সভায় সিভিল সার্জন

| মঙ্গলবার , ১৫ জুন, ২০২১ at ১১:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি বলেছেন, পারিবাহিত রোগ, হেপাটাইটিস ও ক্যান্সার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। নিরাপদ পানির অভাবে অসংখ্য মানুষ অকালে মৃত্যুবরণ করে। সুয়ারেজ সিস্টেমে পানি লিকেজের কারণে গত বছর নগরীর হালিশহর এলাকায় পানি দুষিত হয়। ফলে সেখানে হেপাটাইটিস, কলেরা ও ডায়রিয়াজনিত মহামারী দেখা দিয়েছিল। স্বাস্থ্য বিভাগের নিরলস প্রচেষ্টায় এ মহামারী মোকাবেলা করা সম্ভব হয়েছে। শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিতসহ কোভিড-১৯ মোকাবেলায় আমরা যেভাবে সক্ষম হয়েছি ঠিক তেমনি সর্বত্র জনসচেতনতা সৃষ্টি করা গেলে মরণব্যাধি থেকে মুক্তি পাওয়া সম্ভব। গতকাল সোমবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের অডিটরিয়ামে আয়োজিত জনগণের মধ্যে হেপাটাইটিস, পানিবাহিত রোগ ও ক্যান্সার প্রতিরোধে সচেতনতা প্রচারণার বিষয়ক অ্যাডভোকেসী সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর লাইফ স্টাইল, হেলথ এডুকেশন অ্যান্ড প্রমোশনের সহযোগিতায় কনসালটিং ফার্ম বর্ণমালা কমিউনিকেশন লিমিটেড সভার আয়োজন করেন। জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়ার সঞ্চালনায় অ্যাডভোকেসী সভায় মাল্টিমিডিয়ার মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চবি সাংবাদিকতা ও যোগাযোগ বিভাগের অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ। স্বাগত বক্তব্য দেন, ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান, ডেপুটি চিফ (টিএসডি) অ্যান্ড প্রোগ্রাম ম্যানেজার (ডব্লিউএইচও) মো. মোখলেছুর রহমান, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো. সাঈদ হাসান, সিভিল সার্জন কার্যালয়ের এমওডিসি ডা. মোহাম্মদ নুরুল হায়দার, মেডিকেল অফিসার (প্যাথলজি) ডা. আবু সাদাত মো. শিহাবউদ্দিন, মেডিকেল অফিসার ডা. মো. নওশাদ খান ও সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুমন দেবনাথ। সিভিল সার্জন কার্যালয় ও জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার, স্বাস্থ্য কর্মীরা অ্যাডভোকেসী সভায় অংশ নেন।
কর্মশালার মূল প্রবন্ধে উল্লেখ করা হয়, নিরাপদ পানির অভাবে প্রতিবছর বিশ্বে পানিবাহিত রোগে ১৫ লাখ মানুষ আক্রান্ত হয় ও ৮ লাখ ৪২ হাজার মানুষ অকালে মারা যায়। হেপাটাইটিস বি ও সি ভাইরাস রক্তে সংক্রমিত হলে লিভার সিরোসিস এবং শেষ পর্যন্ত লিভার ক্যান্সার হয়ে মৃত্যু হতে পারে বলে কর্মশালায় উল্লেখ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅভিযুক্ত ইয়াকুবকে গ্রেপ্তারের দাবি
পরবর্তী নিবন্ধঅনন্যায় ৩৩ কেজি গাঁজা ও ফেন্সিডিলসহ আটক ২