ট্রেনে টিকেট কালোবাজারিদের প্রতিরোধ করা হবে : রেল পুলিশ সুপার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৫ জুন, ২০২১ at ১১:২৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম রেলওয়ে জেলার পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বলেছেন, ট্রেনে টিকেট কালোবাজারীদের প্রতিরোধ করা হবে। পাশাপাশি ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধ করা, বিনা টিকেটে যাত্রী ভ্রমণ প্রতিরোধ, ট্রেনে মাদকদ্রব্য ও চোরাচালান বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। গতকাল সোমবার চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মো. আনসার আলী, আরএনবির সহকারী কমিশনার সত্যজিৎ দাশ, স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী, জেআরআই ড. মো. আমিনুল ইসলাম, টিআই এনামুল হক সিকদার, মহিউদ্দিন পাটোয়ারীসহ বাংলাদেশ রেলওয়ে ও রেলওয়ে পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বিনা কারণে এলার্ম চেইন পুলিং রোধ এবং ট্রেনে কাটা পড়া নিরোধকল্পে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়। তাছাড়া ট্রেনে যাত্রী সেবা বৃদ্ধি, যাত্রীদের নিরাপত্তা বৃদ্ধিসহ পারস্পরিক সমন্বয়ে কাজ করার উপর গুরুত্ব আরোপ করা হয়।
সভায় জানানো হয়, মাদক বিরোধী অভিযানের আওতায় গত ২৭ মে থেকে ১৩ জুন পর্যন্ত ৭ কেজি গাঁজা এবং ৯৭৮ পিস ইয়াবা উদ্ধার সহ এসব ঘটনায় দায়েরকৃত ৩ মামলায় ৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। তাছাড়া চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপারের নির্দেশনায় জনসচেতনামূলক, বিট পুলিশিং, স্বাস্থ্য বিধি সংক্রান্ত সচেতনতা কার্যক্রম জোরদার করা হয়েছে এবং নিয়মিতভাবে কার্যক্রমগুলো অব্যাহত আছে বলেও জানানো হয়।
অন্যদিকে রেলওয়ে জেলা পুলিশ, চট্টগ্রাম কর্তৃক ফৌজদারহাট রেলওয়ে স্টেশন, সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন, ষোলশহর রেলওয়ে স্টেশন, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন, ফেনী রেলওয়ে স্টেশন, চৌমুহনী রেলওয়ে স্টেশন, সোনাইমুডি রেলওয়ে স্টেশন, লাকসাম রেলওয়ে স্টেশন, কুমিল্লা রেলওয়ে স্টেশন, চাঁদপুর বড় স্টেশন, চাঁদপুর পোর্ট স্টেশন, মেহের রেলওয়ে স্টেশন, হাজীগঞ্জ রেলওয়ে স্টেশন, হিতোষি রেলওয়ে স্টেশনে বিট পুলিশিং এর মাধ্যমে জনসচেতনামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে বলে সভায় জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধসম্মিলিত মুক্তিযোদ্ধা কমান্ডের সভা
পরবর্তী নিবন্ধচন্দনাইশে শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার