রাঙ্গুনিয়ায় তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশিক্ষণ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। তামাকের ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মা. মেজবাহ উদ্দিন আহমেদ ফাহিম। এতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাজীব চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, নারী ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আয়েশা আকতার, রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মাস্টার আসলাম খাঁন প্রমুখ।












