চসিক সিবিএর সাথে অস্থায়ী কর্মকর্তা কর্মচারী পরিষদের মতবিনিময়

| মঙ্গলবার , ১৫ জুন, ২০২১ at ১১:২০ পূর্বাহ্ণ

নবগঠিত চসিক অস্থায়ী কর্মকর্তা-কর্মচারী পরিষদের সাথে চসিক শ্রমিক ও কর্মচারী লীগ (সিবিএ) এর মতবিনিময় সভা গতকাল সোমবার নগর ভবনের কেবি আব্দুস সাত্তার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সিবিএর সভাপতি ফরিদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি রুপন কান্তি দাশ, যুগ্ম সম্পাদক বিপ্লব কুমার চেীধুরী, অর্থ সম্পাদক মো. তারেক সুলতান ও চসিক অস্থায়ী কর্মকর্তা-কর্মচারী পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন আহ্বায়ক মো. আবু তাহের সদস্য সচিব সাজু মহাজন প্রমুখ। সভায় সিবিএ নেতৃবৃন্দ বলেন, চসিক অস্থায়ী কর্মকর্তা-কর্মচারী পরিষদের এক দফা এক দাবি আমাদের মূলনীতির সাথে ঐক্যমত পোষণ এবং জ্যেষ্ঠতার ভিত্তিতে কর্মরতদের স্থায়ীকরণসহ ভবিষ্যতে অস্থায়ী ভিত্তিতে কর্মরত শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট যে কোন যৌক্তিক ও ন্যায্য দাবি আদায়ে সিবিএ সচেষ্ট থাকবে। সভায় সকলে অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধির চুড়ান্ত অনুমোদন প্রদান করায় চসিক মেয়র এম. রেজাউল করিম চৌধুরীকে ধন্যবাদ জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘বাদুরতলা বহদ্দারহাট চকবাজারের জলাবদ্ধতা নিরসন দাবি’
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ