নবগঠিত চসিক অস্থায়ী কর্মকর্তা-কর্মচারী পরিষদের সাথে চসিক শ্রমিক ও কর্মচারী লীগ (সিবিএ) এর মতবিনিময় সভা গতকাল সোমবার নগর ভবনের কেবি আব্দুস সাত্তার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সিবিএর সভাপতি ফরিদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি রুপন কান্তি দাশ, যুগ্ম সম্পাদক বিপ্লব কুমার চেীধুরী, অর্থ সম্পাদক মো. তারেক সুলতান ও চসিক অস্থায়ী কর্মকর্তা-কর্মচারী পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন আহ্বায়ক মো. আবু তাহের সদস্য সচিব সাজু মহাজন প্রমুখ। সভায় সিবিএ নেতৃবৃন্দ বলেন, চসিক অস্থায়ী কর্মকর্তা-কর্মচারী পরিষদের এক দফা এক দাবি আমাদের মূলনীতির সাথে ঐক্যমত পোষণ এবং জ্যেষ্ঠতার ভিত্তিতে কর্মরতদের স্থায়ীকরণসহ ভবিষ্যতে অস্থায়ী ভিত্তিতে কর্মরত শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট যে কোন যৌক্তিক ও ন্যায্য দাবি আদায়ে সিবিএ সচেষ্ট থাকবে। সভায় সকলে অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধির চুড়ান্ত অনুমোদন প্রদান করায় চসিক মেয়র এম. রেজাউল করিম চৌধুরীকে ধন্যবাদ জানান। প্রেস বিজ্ঞপ্তি।












