দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’ এর স্বীকৃতি পেয়ে দারুণ খুশি মুশফিকুর রহিমও। তবে এই অর্জন তার কাছে কেবল ব্যক্তিগত নয়, এতে বাংলাদেশের জয়ও দেখছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।
এক ভিডিও বার্তায়, তাকে মাস সেরা নির্বাচিত করার জন্য আইসিসি ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান মুশফিক। ‘প্রথমে আইসিসিকে ধন্যবাদ, আমাকে মে মাসের জন্য মনোনয়ন দেওয়ার জন্য। তার চেয়ে বড় ধন্যবাদ তাদের, যারা আমাকে ভোট দিয়েছে। আমি মনে করি, এটা শুধু আমাকে না, বাংলাদেশকে আপনারা জিতিয়েছেন।’ ‘শুধু মান্থ’ অব দা প্লেয়ার না, আমি চেষ্টা করব সারা বছর জুড়ে যেন আমার এই ধারাবাহিক পারফরম্যান্স বজায় থাকে। বাংলাদেশকে যেন আমি আরও অনেক ভালো ইনিংস, ম্যাচ জেতানো ইনিংস উপহার দিতে পারি।’