ভেনেজুয়েলাকে হারিয়ে কোপা আমেরিকা কাপের শুরুটা বেশ ভালই করেছে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে ব্রাজিল ৩-০ গোলে হারিয়েছে ভেনেজুয়েলাকে। বিশ্বের সবচাইতে প্রাচীনতম এই টুর্নামেন্ট মাঠে গড়াবে কিনা তা নিয়ে বেশ সংশয় ছিল। শেষ পর্যন্ত সব সংশয়কে উড়িয়ে দিয়ে মাঠে গড়িয়েছে কোপা আমেরিকা কাপ। আর প্রথম ম্যাচেই বাজিমাত করল স্বাগতিক ব্রাজিল। টুর্নামেন্ট শুরুর আগেই করোনায় আক্রান্ত হয়েছেন ভেনেজুয়েলার আট খেলোয়াড়সহ ১৩ জন। ফলে সেরা সাত জনকে ছাড়া খেলতে নেমে ব্রাজিলকে তেমন চ্যালেঞ্জ জানাতে পারেনি ভেনেজুয়েলা। খর্বশক্তির ভেনেজুয়েলাকে শুরু থেকে চেপে ধরে ব্রাজিল। তবে একের পর এক আক্রমণ করেও গোল পায়নি ব্রাজিল।
বেশ কয়েকটি আক্রমণ ব্যর্থ হওয়ার পর খেলার ২৩ মিনিটে এগিয়ে যায় ব্রাজিল। নেইমারের কর্নার থেকে গোল লাইনের সামনে বল পেয়ে যান মার্কিনিয়োস। তার বুদ্ধিদীপ্ত এক টোকায় জাল খুঁজে নেয় বল। একের পর এক প্রতিপক্ষে আক্রমণ সামাল দিতে থাকা ভেনেজুয়েলা ৩৯ মিনিটে প্রথম সুযোগ পেয়েছিল। হোসে মার্তিনেসের ফ্রি কিক থেকে ফের্নান্দো আরিসতেগেইতার হেড সহজেই ফিরিয়ে দেন ব্রাজিল গোল রক্ষক।
দ্বিতীয়ার্ধেও অব্যাহত থাকে ব্রাজিলের আক্রমণের ধারা। সে সুবাধে খেলার ৬৪ মিনিটে পেনাল্টি কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। দানিলোকে ইয়োহান কুমানা ফাউল করায় পেনাল্টি পেয়েছিল ব্রাজিল। ইনজুরি কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফেরার পর টানা তিন ম্যাচে গোল করলেন নেইমার। খেলার ৮৯ মিনিটে ব্যবধান ৩-০ করেন বারবোসা।
নেইমারের কাটব্যাক থেকে পাওয়া বল বুক দিয়ে ঠেলে জালে জড়িয়ে দেন বারবোসা। দেশের মাটিতে কোপা আমেরিকা কাপে এ নিয়ে টানা ২১ ম্যাচে অপরাজিত থাকল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। সেই ১৯৭৫ সালে পেরুর বিপক্ষে শেষবার হেরেছিল ব্রাজিল নিজেদের মাঠে।