কিশোর ফুটবল লিগে অংশ নেওয়া দলসমূহের জ্ঞাতার্থে

| মঙ্গলবার , ১৫ জুন, ২০২১ at ১১:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত এলিট পেইন্ট-রাবেয়া সিরাজ স্মৃতি অনূর্ধ্ব-১৫ কিশোর ফুটবল লিগে অংশগ্রহণকারী নিম্নোক্ত দলসমূহের সাথে আজ মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় সিডিএফএ কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। উক্ত মতবিনিময় সভায় দল সমুহের সভাপতি/সাধারণ সম্পাদক/স্টেডিয়াম প্রতিনিধিকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে । এবারের কিশোর ফুটবল লিগের জন্য মনোনীত দল সমুহ হচ্ছে : আগ্রাবাদ নওজোয়ান (গ্রীণ), ফিরিঙ্গীবাজার লাকী স্টার ক্লাব, চ.ব.ক ক্রীড়া সমিতি (সাদা), রিজেন্সি স্পোর্টস, সাউথ এন্ড ক্লাব, হাটহাজারি উপজেলা ক্রীড়া সংস্থা, মাদারবাড়ী শোভনীয়া ক্লাব, চান্দগাঁও স্পোর্টিং ক্লাব, আলোর ঠিকানা, মির্জাপুর খেলোয়াড় কল্যাণ সমিতি, আব্দুল সোবাহান ফুটবল দল, কিষোয়ান স্পোর্টস।

পূর্ববর্তী নিবন্ধসিটিজি আর্চারী ক্লাবের প্রশিক্ষণ শিবির সম্পন্ন
পরবর্তী নিবন্ধজয়ে কোপা অভিযান শুরু ব্রাজিলের