সিনেমা হলে মুক্তির জন্য বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের অনুমোদন পেয়েছে আলোচিত চলচ্চিত্র ‘নবাব এলএলবি’। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. জসীম উদ্দিন বিডিনিউজকে বলেন, ছবিটি দুইবার দেখে কিছু দৃশ্য সংশোধন ও কর্তন সাপেক্ষে অনুমোদন দিয়েছে বোর্ড। খবর বিডিনিউজের।
প্রযোজককে সেন্সর সনদ এখনও দেওয়া হয়নি, বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান জসীম উদ্দিন। ২০২০ সালের ১৬ ডিসেম্বর ওটিটি প্লাটফর্মে মুক্তিপ্রাপ্ত এ ছবির সংলাপে পুলিশকে হেয় করার অভিযোগে পর্নোগ্রাফি আইনে এক মামলায় ছবির পরিচালক অনন্য মামুন ও অভিনেতা শাহীন মৃধাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। সেই মামলায় ১৮ দিন কারাবাসের পর চলতি বছরের জানুয়ারিতে জামিনে মুক্তি পেয়েছেন তারা। পরবর্তীতে ‘নবাব এলএলবি’ সিনেমা হলে মুক্তির জন্য ছবিটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেওয়া হলে ১১টি সংলাপে আপত্তির কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। দৃশ্যগুলো বাদ দিয়ে ছবিটি সেন্সর বোর্ডে পুনরায় জমা দিয়েছিল ছবির প্রযোজনা প্রতিষ্ঠান সেলিব্রেটি প্রোডাকশন। সেন্সর ছাড়পত্র হাতে পাওয়ার পর ছবির মুক্তির বিষয়ে পরিকল্পনা করবেন বলে জানান পরিচালক মামুন। ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, মাহিয়া মাহি. অর্চিতা স্পর্শিয়া, শহীদুজ্জামান সেলিমসহ আরও অনেকে। এর আগে চলচ্চিত্রশিল্পকে ‘নেতিবাচকভাবে উপস্থাপনের’ অভিযোগে পরিচালক অনন্য মামুনের ‘মেকআপ’ চলচ্চিত্রকে ‘অপ্রদর্শনযোগ্য’ হিসেবে ঘোষণা দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড।