ব্রাইট বাংলাদেশ ফোরামের উদ্যোগে বাকলিয়া এলাকার যুবদের নেতৃত্বে যুব বান্ধব বাজেট বিষয়ে একটি জরিপ পরিচালনা করা হয়েছে। গতকাল রবিবার বিকেল ৩টার দিকে নগরীর টাইগারপাস্থ কার্যালয়ে চসিক মেয়র মো. রেজাউল করীম চৌধুরীর কাছে জরিপে প্রাপ্ত ফলাফল ‘ইয়ুথ ডিমান্ড চার্টার’ হিসেবে হস্তান্তর করা হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাজেটে যুবদের জন্য বরাদ্দ রাখা, জাতীয় যুবনীতির আলোকে চসিকে ইয়ুথ স্ট্যান্ডিং কমিটি গঠন, যুবনেতৃত্ব বিকাশের ব্যবস্থা ও সহায়ক পরিবেশ তৈরি ইত্যাদি বিষয় এই ইয়ুথ ডিমান্ড চার্টারে তুলে ধরা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, অতিরিক্ত প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবীর চৌধুরী, বন ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মঈনুল হোসেন আলী চৌধুরী, ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রতিনিধিদলে ছিলেন প্রোগ্রাম ম্যানেজার সোহাইল উদ দোজা, প্রোগ্রাম অফিসার আরিফুর রহমান, হাবিবা খানম, যুব প্রতিনিধি মো. হুমায়ুন কবির, শিমু আকতার, সেলিনা আকতার মনি, স্বর্ণা আকতার, মো. জাবির বিন সোলাইমান, হেফাজুর রশিদ, মো. আরিফ ও আনাস হোসেন সাজিদ। প্রেস বিজ্ঞপ্তি।