চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের প্রয়াত শিক্ষিকা সহকারী অধ্যাপক দিলরুবা আক্তারের স্মরণে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে কলেজ অডিটোরিয়ামে এ শোকসভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের আয়োজনে শোকসভায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার নূর। অনুষ্ঠানের সভাপতি ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার নূর তাঁর বক্তব্যে বলেন, প্রয়াত দিলরুবা আক্তার ইহজগতে আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর কর্মগুণে চিরদিন আমাদের হৃদয়ে অমর হয়ে থাকবেন। বক্তব্য রাখেন কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক মুহাম্মদ রুকন উদ্দীন ছিদ্দিকী, প্রফেসর নীলুফার আকতার, জাহিদ মাহমুদ, আতাউর রহমান, রাহিমা ফেরদৌসী, শামসুন নাহার, মোহাম্মদ নূরুল কাদের, আবু শাহারিয়া নোমান, কলেজ কর্মচারীদের পক্ষে হিসাবরক্ষক রনজিত কুমার নাথ, দর্শন বিভাগের ছাত্রী রেহনুমা খানম, চট্টগ্রাম কলেজের একাদশ শ্রেণির ছাত্রী প্রীতু দে, প্রয়াত দিলরুবা আক্তারের স্বামী আহসান হোসেন। শেষে প্রয়াত দিলরুবা আক্তারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে কলেজ মসজিদের ইমাম মাওলানা আনিসুল করিম দোয়া পরিচালনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।