সাতকানিয়ায় শিবির ক্যাডার গ্রেপ্তার

সাতকানিয়া প্রতিনিধি | সোমবার , ১৪ জুন, ২০২১ at ১১:১৪ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় ১২ মামলার আসামি এক শিবির ক্যাডারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম কায়সার হামিদ (৩২)। গতকাল রবিবার দুপুরে সাতকানিয়া পৌরসভার ভোয়ালিয়া পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার ছদাহা ইউনিয়নের আফঝলনগর এলাকার মো. ইদ্রিস মিয়ার ছেলে।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারকৃত কায়সার হামিদ একজন শিবির ক্যাডার। তার বিরুদ্ধে পুলিশের উপর হামলা, গাড়িতে অগ্নিসংযোগ, গাছ কেটে সড়ক ব্যারিকেড, সড়ক কেটে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা, পেট্রোল বোমা নিক্ষেপসহ জামায়াত শিবিরের নাশকতার ঘটনায় ১২টি মামলা রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে ১২টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে গতকাল আদালতে হাজির করা হলে আদালত কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধবাজেট বাস্তবায়নে অপ্রয়োজনীয় খরচ কমানোর ওপর গুরুত্ব
পরবর্তী নিবন্ধঅধ্যাপক দিলরুবা আক্তার কর্মগুণে অমর থাকবেন