হোটেল রেডিসন ব্লুতে মেডিটেশন সেশন

| সোমবার , ১৪ জুন, ২০২১ at ১১:১২ পূর্বাহ্ণ

বিশ্ব মেডিটেশন দিবস উপলক্ষে কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামে বিভিন্নস্থানে মাসব্যাপী মেডিটেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল রবিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কর্তৃপক্ষের বিশেষ সহায়তায় স্বাস্থ্যবিধি মেনে নগরীর রেডিসন ব্লু তে অনুষ্ঠিত হয় এক বিশেষ মেডিটেশন সেশন। এতে প্রধান অতিথি ছিলেন ট্যুরিস্ট পুলিশ চট্টগ্রামের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মুসলিম পিপিইএম (সেবা)। কাজীর দেউড়ি শাখার মোমেন্টিয়ার জিনাত রুমানা আলমের সঞ্চালনায় কেন আমাদের প্রাত্যাহিক মেডিটেশন জরুরি এ সম্পর্কে বলেন, কোয়ান্টাম ফাউন্ডেশন চট্টগ্রাম সেন্টারের অর্গানিয়ার কামরুল হাসান সবুজ। পরে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশে মেডিটেশন শেখা ও চর্চা করা অনেক সুলভ ও সহজলভ্য। এজন্য কোয়ান্টাম ফাউন্ডেশনকে সাধুবাদ। নিয়মিত মেডিটেশন করলে মানসিক চাপ কমে বিভিন্ন রোগ ব্যাধির ঝুঁকিমুক্ত হওয়ার পাশাপাশি মনটাকে প্রশান্ত করতে পারি, যা আমাদের প্রশান্তিকে নিশ্চিত করে। অনুষ্ঠানের আয়োজন করে কোয়ান্টাম ফাউন্ডেশন কাজীর দেউড়ি শাখা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅতিরিক্ত সচিব আলমগীর স্থল বন্দর চেয়ারম্যান
পরবর্তী নিবন্ধইউসিটিসিতে অ্যাডমিশন ফেয়ারের সময় বৃদ্ধি