প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় গতকাল কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ও এমইএস কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান তারেক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও দক্ষ নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের কাছে আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। সৈয়দশাহ রোডস্থ কমিশনার কার্যলয়ের সামনে বাকলিয়া থানা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন। থানা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন এমইএস কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দীন।
সভায় বিশেষ অতিথি ছিলেন মহিলা কাউন্সিলর শাহীন আক্তার রোজী। আরোও বক্তব্য রাখেন, যুবলীগ নেতা আমিনুল কাদের সজিব, নগর ছাত্রলীগের সহ সম্পাদক কায়সার মাহমুদ রাজু, কাইছার মোহাম্মদ রাজু, ইউসুফ হোসেন সম্রাট, সৈয়দ মোহাম্মদ ওবায়েদ, শহিদুল ইসলাম বাবু, সাদমান সাকিব ইরাম, সাইফুজ্জামান আবীর, আকবর খান, সাকিবুল ইসলাম, ইমরানুল হক সাগর, হিরো বড়ুয়া, ইমরান হোসেন আকিব, সুহৃদ বডুয়া শুভ। পরে এক মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতে শেখ হাসিনার দীর্ঘ হায়াত ও সুস্থতা কামনা করা হয়।
মহানগর স্বেচ্ছাসেবক লীগ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল সংগঠনের সিটি করপোরেশন মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল হল রুমে অনুষ্ঠিত হয়।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক এডভোকেট এএইচএম জিয়া উদ্দিনের সভাপতিত্বে ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব সালাউদ্দিন আহমেদের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ সভাপতি প্রকৌশলী ফারুখ আমজাদ খান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ সভাপতি ড. জমির উদ্দিন সিকদার। বক্তব্য রাখেন মহানগর সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক কেবিএম শাহাজাহান, আশীষ কুমার সিংহ, তারেক মাহমুদ পাপ্পু, শাকিল বাবু, সুমন জাহিদ, বোখারী আজম, সাদেক হোসেন পাপ্পু, নুরুল কবির, আনোয়ারুল ইসলাম বাপ্পী, পংকজ চৌধুরী কংকন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।