‘এম এ হান্নান সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে হবে’

| সোমবার , ১৪ জুন, ২০২১ at ১১:০৪ পূর্বাহ্ণ

বৃহত্তর চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা এম এ হান্নানের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ১২ জুন মরহুমের চৈতন্যগলিস্থ কবরস্থানে কবর জিয়ারত ও ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন এম এ হান্নান ফাউন্ডেশন, দুর্নীতিবিরোধী সচেতন পরিষদ বাংলাদেশ ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান চট্টগ্রাম জেলার নেতৃবৃন্দ।

এতে উপস্থিত ছিলেন জননেত্রী শেখ হাসিনা পরিষদ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, কার্যনির্বাহী সদস্য সাইফুদ্দীন খালেদ বাহার, ফাউন্ডেশনের সসদ্য সচিব সুরজিৎ দত্ত সৈকত, মানবাধিকার সংগঠক আসাদুজ্জামান খান প্রমুখ। শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের আত্নার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমহাকাশে জেফ বেজোসের সঙ্গী হতে ২৩৮ কোটি টাকা ব্যয়
পরবর্তী নিবন্ধদুর্যোধন শীল