কর্ণফুলীতে পিকআপ ভ্যান পেল কৃষক টিম

উৎপাদিত ফসল বাজারজাত

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১০ জুন, ২০২১ at ৮:৩২ পূর্বাহ্ণ

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পটিয়ার সহযোগিতায় পিকআপ ভ্যান পেল কর্ণফুলী উপজেলার সমবায় সমিতির একটি কৃষক টিম। জাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্প ফেজ-২ (এনএটিপি-২) আওতায় এআইএফ-২ উপ প্রকল্পের ম্যাচিং গ্রান্ড ফান্ডের মাধ্যমে এই পিকআপ ভ্যানটি বিতরণ করা হয়।
গতকাল বুধবার এ পিকআপ ভ্যানটি সমবায় সমিতির কৃষক টিমের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন পটিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কল্পনা রহমান। এ সময় কৃষি কর্মকর্তা বলেন, কৃষিবান্ধব সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে নানামুখী উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করছেন। এসব প্রকল্পের মাধ্যমে দেশে কৃষি ও কৃষকের জীবনমান উন্নয়ন হচ্ছে। জানা যায়, ৮ লাখ ৪৪ হাজার টাকা দামের এ পিকআপ ভ্যানটি ৭০% (সর্বোচ্চ-৩,৮৭০০০/-) ভর্তুকিতে হস্তান্তর করা হয়। কর্ণফুলী উপজেলার পশ্চিম জুলধা পুরুষ সিআইজি (ফসল) সমবায় সমিতি লি: কে তাদের উৎপাদিত ফসল আনা নেয়া ও বাজারজাত করণের সুবিধার্থে এ পিকআপ ভ্যানটি প্রদান করা হয় বলে জানা যায়। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ আনোয়ার হোসেন, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার উত্তম কুমার মজুমদার, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার বুলবুল, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউট পটিয়া শাখার সভাপতি কৃষিবিদ খায়ের আহমদ, উপসহকারী কৃষি অফিসার হিমু বডুয়া, সমবায় সমিতির সভাপতি আবদুর রহমান ও সাধারণ সম্পাদক ইসমাইল।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে রাঙামাটিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
পরবর্তী নিবন্ধলামায় ইয়াবাসহ যুবক আটক