রাউজানে তালতো ভাইকে ছুরিকাঘাত করার ঘটনায় বাদশা (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেল ৩টায় চট্টগ্রাম আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় নোয়াপাড়ায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বাদশা নোয়াপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আবু ইসলামের ছেলে। পুলিশ জানায়, গত মঙ্গলবার বিকেল ৩টায় রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর কচুখাইন বকশু হাজীর বাড়ির নুরুল ইসলামের বাড়ির উঠানে এ ঘটনা ঘটে। বাদশা তার ভাবির ভাই (তালতো ভাই) জামালকে ছুরিকাঘাত করেন। এ ঘটনায় বাদশার ভাবি পারভিন আকতার (৪২) দুজনের নাম উল্লেখ করে রাউজান থানায় এজাহার দায়ের করলে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় নাস্তা তৈরির সময় পারভিন আকতারকে লোহার রড দিয়ে মাথার ডান পাশে ও কোমড়ে আঘাত করেন। পারভিনের স্বামী প্রবাসে থাকায় বিষয়টি ফোন করে বাঁশখালী উপজেলায় বাবার বাড়িতে খবর দিলে পারভিনের ভাইয়েরা দুপুর ২টার দিকে বোনের শ্বশুর বাড়িতে যান। তাদের বোনকে কেন মেরেছে এটা জানতে চাওয়ামাত্র জামালকে ছুরিকাঘাত করে বোনের দেবর বাদশা। এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন জানান, ভাবিকে মারধর ও তালতো ভাইকে ছুরিকাঘাত করেছে বাদশা নামের এক যুবক। ঘটনার পর এজাহার দিলে অভিযুক্ত বাদশাকে নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক আবু হানিফ সঙ্গীয় ফোর্স নিয়ে গ্রেপ্তার করেন। তাকে কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।