মর্ণিং ফিটনেস জোন ও নরসিংদী রাইজিং স্টারের প্রীতি ফুটবল ম্যাচ আজ

| বৃহস্পতিবার , ১০ জুন, ২০২১ at ৭:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মর্ণিং ফিটনেস জোন এবং আমন্ত্রিত নরসিংদী বাঙ্গালীনগর রাইজিং স্টার ক্লাবের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ আজ বৃহস্পতিবার বিকেল ৩টা ৩০ মিনিটে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম মর্ণিং ফিটনেস জোন আয়োজিত এ ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর ও ফুটবল কমিটির ভাইস চেয়ারম্যান মশিউল আলম স্বপন।
মর্ণিং ফিটনেস জোনের প্রতিষ্ঠাতা সাংবাদিক দেবাশীষ বড়ুয়া দেবু স্বাস্থ্য বিধি মেনে এ ম্যাচের আয়োজনসহ সফল সমাপ্তিতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধওমান ম্যাচ খেলতে পারছে না জামাল-জনি-রহমত-বিপলু
পরবর্তী নিবন্ধআবদুল হান্নান মিরনকে স্থায়ীভাবে অবাঞ্চিত ঘোষণার সুপারিশ