নেইমারের নৈপুণ্যে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে প্যরাগুয়ের বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পেয়েছে ব্রাজিল। ম্যাচের শুরুতে গোল করে দলকে এগিয়ে দেওয়ার পর শেষ মুহূর্তে লুকাস পাকুয়েতার গোলেও সহায়তা করেন তারকা নেইমার। বুধবার প্যারাগুয়ের মাঠে ম্যাচে চতুর্থ মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। ফাঁকায় বল পেয়ে গোল করেন নেইমার। দ্বিতীয়ার্ধে যোগ করা সময়ে নেইমারের কাছ থেকে বল পেয়ে কোনাকুনি শট নেন পাকুয়েতা। পোস্টের ভেতর দিকে বল লেগে জড়ায় জালে। এদিকে ক্রিশ্চিয়ান রোমেরো আর লিওনার্দো পারেদেসের গোলে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের মাত্র ৮ মিনিটের ভেতরেই ২-০ গোলের লিড নেয় আর্জেন্টিনা। তবে ম্যাচের ৫১তম মিনিটে লুইস মুরিল আর শেষ মুহূর্তে মিগুইল বোরহার গোলে স্বপ্ন ভঙ্গ হয় মেসিদের। কলম্বিয়ায় বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। ক্রিশ্চিয়ান রোমেরো ও লিওনার্দো পারেদেসের গোলে আর্জেন্টিনা এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান কমান লুইস মুরিয়েল।