রেলওয়েকে দেশের যোগাযোগ ব্যবস্থার প্রধান খাত হিসেবে গড়ে তোলার অনুরোধ জানিয়েছেন চসিকের সাবেক প্রশাসক ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। গতকাল বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের কাছে তিনি এ অনুরোধ জানান। সুজন বলেন, আসাম-বাংলা রেলওয়ের সদর দপ্তর ছিল চট্টগ্রাম। রেল যাত্রা নিয়ে একসময় যাত্রীদের আগ্রহের সীমা ছিল না। কিন্তু কালের বিবর্তনে উন্নয়ন হলেও বর্তমানে রেলের সুনাম ম্লান হতে চলেছে। সুজন বলেন, আমরা চাই রেলওয়ে যাত্রী ও মালামাল পরিবহনের প্রধান খাতে পরিণত হোক। রেলের ঐতিহ্য বাস মালিকদের লোলুপ দৃষ্টির কারণে ধ্বংস হতে বসেছিল। পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে রেলওয়ের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ শুরু করে।
সুজন আরো বলেন, ভারতের অর্থনীতির প্রধান খাত হিসেবে রেলওয়ে প্রতিষ্ঠিত। বাংলাদেশেও তা প্রতিষ্ঠা করা সম্ভব। এর জন্য প্রয়োজন ভারত, মিয়ানমার ও চীনের সঙ্গে রেলওয়ে যোগাযোগ তৈরি করা। দোহাজারী থেকে কঙবাজার হয়ে মিয়ানমার ও চীন পর্যন্ত সম্প্রসারিত রেললাইনে দেশের অর্থনীতির দুয়ার খুলে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সুজন। প্রেস বিজ্ঞপ্তি।