রাউজান পৌর ভবন পরিদর্শনে আজাদী সম্পাদক

রাউজান প্রতিনিধি | বুধবার , ৯ জুন, ২০২১ at ৬:২০ পূর্বাহ্ণ

দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেছেন, ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ রাউজান পৌরসভার নান্দনিকতা এখন ফুটে উঠছে পৌর অঙ্গন থেকে। পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে বোঝা যাচ্ছে পৌরবাসী রুচিবোধ সম্পন্ন জনপ্রতিনিধি পেয়েছেন। নাগরিকরাও নতুন জনপ্রতিনিধিদের কাছ থেকে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন। গতকাল মঙ্গলবার দুপুরে পৌর ভবন পরিদর্শনে গেলে মেয়র-কাউন্সিলরদের সাথে মতবিনিময়কালে তিনি এই অভিমত ব্যক্ত করেন। এর আগে তিনি রাউজান উপজেলা পরিষদ পরিদর্শন করেন। সেখানে তাকে ফুল দিয়ে স্বাগত জানান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ। উপজেলা পরিষদের পক্ষে তাকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। এরপর দৈনিক আজাদী সম্পাদক পৌরসভা কার্যালয় পরিদর্শন করেন। পৌর ভবনের প্রবেশমুখে মেয়র জমির উদ্দিন পারভেজসহ কাউন্সিলরগণ পুষ্পস্তবক নিয়ে তাকে স্বাগত জানান। মেয়র তার কার্যালয়ে কাউন্সিলরদের সাথে পরিচয় করিয়ে দেয়ার পর আজাদী সম্পাদক পৌরসভার সেবা কার্যক্রম সম্পর্কে অবহিত হন। পৌরসভার পক্ষ থেকে একটি ক্রেস্ট প্রদান করে তাকে সম্মাননা জানানো হয়।
এ সময় উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল আজাদী সম্পাদককে জানান, বিগত দুই মেয়াদে দুই নির্বাচিত মেয়র পৌর ভবনে অনুপস্থিত ছিলেন। তাদের টানা অনুস্থিতিতে নাগরিকরা সেবা বঞ্চিত হয়েছেন। এবার নির্বাচনে সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী পৌরবাসীর জন্য যোগ্য মেয়র বাছাই করে দিয়েছিলেন। নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে এখন নাগরিকরা সুফল পেতে শুরু করেছে। বৈঠকে মেয়র জমির উদ্দিন পারভেজ শপথ নেয়ার পর পৌরবাসীর কল্যাণে নেয়া কর্মসূচিসমূহ সম্পর্কে আজাদী সম্পাদককে ধারণা দেন। একই সাথে তার সেবামূলক সকল কর্মকাণ্ড স্বাধীনতার প্রথম সূর্যোদয়ের দৈনিক আজাদীতে প্রকাশ করে উৎসাহিত করে আসায় আজাদী সম্পাদককের প্রতি কৃতজ্ঞতা জানান। আগামীতেও আজাদীর সমর্থন কামনা করেন। সৌজন্য বৈঠকে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবক এয়াকুব চৌধুরী হেলাল, মাহমুদ নেওয়াজ, দৈনিক আজাদীর নির্বাহী সম্পাদক শিহাব মালেক, পৌরসভার দুই নির্বাচিত প্যানেল মেয়র ও কাউন্সিলর বশির উদ্দিন খান, অ্যাডভোকেট সমীর দাশ গুপ্ত, কাউন্সিলর জানে আলম জনি, মাওলানা এনাম, বীর মুক্তিযোদ্ধা ইউছুপ খান, কাজী রাশেদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর অফিসকে কেন বিতর্কিত করেন হাইকোর্টের প্রশ্ন
পরবর্তী নিবন্ধডিসেম্বরে কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সমপ্রসারণ কাজ সম্পন্নের নির্দেশ