দেশের কয়েকটি বিদ্যুৎকেন্দ্র ও অর্থনৈতিক অঞ্চলে নতুন করে গ্যাস সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘বাখরাবাদ-মেঘনাঘাট-হরিপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ’ শীর্ষক একটি প্রকল্পে অনুমোদন দেওয়া হয়। খবর বিডিনিউজের।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন। পরে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, মেঘনাঘাট পাওয়ার হাব এলাকায় এবং হরিপুর, সিদ্ধিরগঞ্জ ও আড়াইহাজার এলাকায় বেশ কিছু বিদ্যুৎকেন্দ্র রয়েছে; নতুন আরও বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে। এসব বিদ্যুৎকেন্দ্র ও তৎসংলগ্ন আবাসিক এলাকায় গ্যাস সরবরাহ নেই। মুন্সিগঞ্জে গড়ে উঠা শিল্পাঞ্চলেও গ্যাস সংযোগ নেই।
তিনি বলেন, এসব বিদ্যুৎকেন্দ্র ও অর্থনৈতিক অঞ্চলে অনেক লোকের বসবাস। সেখানে গ্যাসের লাইন না থাকলে তাদের নানাবিধ সমস্যা হচ্ছে। এছাড়াও ওই সব এলাকার আবাসিক এলাকায় বসবাসকারীদেরও এই গ্যাস সরবরাহ লাইনের আওতায় আনা হবে।
মন্ত্রী জানান, গুরুত্বপূর্ণ এসব এলাকায় গ্যাস সরবরাহের জন্য ‘বাখরাবাদ-মেঘনাঘাট-হরিপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ’ শীর্ষক প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৩০৪ কোটি ৬২ লাখ টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ৫১২ কোটি ৫৯ লাখ টাকা, বাকি ৭৯২ কোটি ৩ লাখ টাকার যোগান দেওয়া হবে সংস্থার নিজস্ব তহবিল থেকে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উদ্যোগে গৃহীত প্রকল্পটি বাস্তবায়ন করবে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)। জুলাই থেকে প্রকল্পটির কাজ শুরু করে ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে।
পরিকল্পনমন্ত্রী বলেন, বৈঠকে এই প্রকল্পসহ ৬ হাজার ৬৫১ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ের মোট ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে প্রায় ৫ হাজার ২২০ কোটি টাকা, সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ৭৯৪ কোটি টাকা এবং ৬৩৭ কোটি ৫০ লাখ টাকা প্রকল্প সহায়তার খাত থেকে যোগান দেওয়া হবে।