চট্টগ্রামে আরও দুই মৃত্যু

আজাদী প্রতিবেদন | বুধবার , ৯ জুন, ২০২১ at ৫:৫৯ পূর্বাহ্ণ

করোনাভাইরাসে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন উপজেলার ও একজন নগরীর বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে মোট মৃতের সংখ্যা ৬৩১ জন। ৪৪৯ জন নগরীর ও ১৮২ জন উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৪৩টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ১২৯ জন। চট্টগ্রামে এ পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার ২২১ জনে। এর মধ্যে মহানগরীর ৪৩ হাজার ৩৭ জন ও জেলার ১১ হাজার ১৮৪ জন।
সিভিল সার্জন অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় ৪৬৮ জন করোনা থেকে আরোগ্য লাভ করেছেন। এ পর্যন্ত আরোগ্য লাভ করেছেন ৪৩ হাজার ৫৮৬ জন। এর মধ্যে হাসপাতাল থেকে ৫ হাজার ৯৫৬ জন ও হোম আইসোলেশন থেকে ৩৭ হাজার ৬৩০ জন আরোগ্য লাভ করেন।
জানা যায়, বর্তমানে সরকারি-বেসরকারি মিলে হাসপাতালে শয্যা রয়েছে ১৬শটি। এর মধ্যে ৪০১টিতে করোনা রোগী রয়েছে। বাকি ১ হাজার ১৯৯টি শয্যা খালি। সেন্ট্রাল অঙিজেন ব্যবস্থা রয়েছে ২৬টি। হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা রয়েছে ১৭১টি। অক্সিজেন কনসেনট্রেটর রয়েছে ৮০টি। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি গতকাল আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধএক মাসে সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যু
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রী গাইলেন ওকি গাড়িয়াল ভাই…