সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে একটি শিপইয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইউনিয়নের বারআউলিয়া সমুদ্র উপকূলে অবস্থিত মক্কা শিপ ব্রেকিং ইয়ার্ডে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের একটি দল দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কুমিরা ফায়ার সার্ভিসের লিডার আতিকুর রহমান বলেন, ইয়ার্ডে ভাঙার জন্য আনা একটি জাহাজের অংশ কাটছিলেন শ্রমিকরা। হঠাৎ আগুনের স্ফুলিঙ্গ জাহাজের তলায় থাকা শোলার মধ্যে পড়ে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি বলে জানান তিনি।












