নগরীর ফয়’স লেকস্থ লেকভিউ আবাসিক এলাকা মালিক কল্যাণ সমিতির উদ্যোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর মো. জহুরুল আলম জসিমকে সংবর্ধনা দেওয়া হয়। এ উপলক্ষে গতকাল সোমবার বঙ্গমাতা ফজিলুতুন্নেছা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আলম মন্টু। এতে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আলতাফ হোসেন। বক্তব্য রাখেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাচ্চু, মো. মাহবুবুর রহমান, শিব্বির আহমেদ রাশেদ প্রমুখ। অনুষ্ঠানে কাউন্সিলর মো. জহুরুল আলম জসিমকে সমিতির পক্ষ থেকে সংবর্ধনা স্মারক প্রদান করা হয়। এসময় কাউন্সিলর জসিম এলাকার উন্নয়নে অতীতের ন্যায় জনসাধারণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।












