নগরীর ইপিজেড এলাকা হতে ৪১ বোতল বিদেশি মদসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। গত রোববার রাত পৌনে আটটার দিকে বন্দরটিলা ইসলাম প্লাজা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, ইপিজেড থানাধীন মাছিমালম রোডের নুরুছাফার বাড়ির মৃত নূরুচ্ছাফার ছেলে মো. আলাউদ্দিন (৩০), চাঁদপুর জেলার মতলব উত্তর থানাধীন রায়েরকান্তি গ্রামের মৃত জসীম উদ্দিনের ছেলে নাজমুল হোসেন (২৬), ইপিজেড থানাধীন বন্দরটিলা শহীদ নুরুজ্জামান সড়কের নাসির সওদাগর বাড়ির আবদুল করিমের ছেলে মো. জুয়েল (২৩), দক্ষিণ হালিশহর বঙালী মুন্সি বাড়ির মো. ইলিয়াছের ছেলে ইভান শাহাজাহান (২৫) এবং মাইলের মাথা মাবুদ সওদাগর বাড়ির সাইফুল ইসলামের ছেলে আমিরুল ইসলাম (২৮)।
র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত পৌনে আটটার দিকে বন্দরটিলা ইসলাম প্লাজার ৫ম তলার একটি কক্ষে অভিযান চালিয়ে ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। তাদের ইপিজেড থানায় হস্তান্তর করা হয়েছে।