মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা

হাটহাজারীর অদুদিয়া মাদরাসায় এমপি আনিস

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ৭ জুন, ২০২১ at ৭:২৭ পূর্বাহ্ণ

সাবেক মন্ত্রী হাটহাজারীর সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, সরকার দেশে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ করার উদ্যোগ গ্রহণ করেছে। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মাধ্যমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এসব স্মৃতিসৌধ নির্মাণ কাজের বাস্তবায়ন করছেন। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস অবহিত করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্মৃতিসৌধগুলো প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে অনুপ্রেরণা সৃষ্টি করবে। তিনি গত শনিবার হাটহাজারী পৌরসভার অদুদিয়া মাদরাসায় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ৩৫ লাখ টাকা ব্যয়ে স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে নির্মিত স্মৃতিসৌধের উদ্বোধন অনুষ্ঠানে উপরোক্ত অভিমত ব্যক্ত করেন। উদ্বোধন অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নূরুল আলম, ইউএনও মোহাম্মাদ রহুল আমিন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধঅর্থের বিনিময়ে নিরাপরাধকে জেল খাটানো দুর্ভাগ্যজনক
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আরও ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬০