কার্টুনিস্ট আহমেদ কবীর কিশোরের ওপর নির্যাতনের ‘কোনো চিহ্ন পাওয়া যায়নি’ বলে আদালতকে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তিন চিকিৎসকের মেডিকেল বোর্ড। তবে মেডিকেল বোর্ড তাদের প্রতিবেদনে বলেছে, এ বিষয়ে চূড়ান্তভাবে নিশ্চিত হতে এবং পরবর্তী মূল্যায়নের জন্য আরও তদন্ত প্রয়োজন আছে। ঢাকার মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল ওই প্রতিবেদন জমা পড়ার বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত কথা বলতে চাননি। খবর বিডিনিউজের।
আদালতের নির্দেশে গত ২০ মার্চ গঠিত এ বোর্ডে নাক, কান, গলা বিভাগের প্রধান অধ্যাপক শেখ নুরুল ফাত্তাহ রুমীর নেতৃত্বে আরও ছিলেন অর্থোপেডিক বিভাগের প্রধান অধ্যাপক ফকরুল আমিন খান এবং মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক হাফিজ সরদার। প্রতিবেদনের বিষয়ে তাদের সঙ্গে আলাদাভাবে কথা বলতে পারেনি বিডিনিউজ।
তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেছেন, প্রতিবেদন দেওয়া হয়েছে বেশ কিছুদিন আগে। ওইভাবে এখন বলতে পারব না। তবে সিগনিফিকেন্ট কিছু পাওয়া যায়নি।
কিশোরের বড় ভাই আহসান কবীর বলেন, বিচারক আদালতে কিশোরকে বসতে দিয়েছিলেন, কারণ ও খুবই অসুস্থ ছিল। তাছাড়া কিশোরকে যখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বোর্ডের কাছে নেওয়া হলো, তখনও ওর হাতে ক্যানুলা ছিল। কিশোরের চোখে ও কানে দুটি বড় অপারেশন করা হয়েছে। এখনও সে ঠিকমত হাঁটতে পারছে না। যদি এ রকম প্রতিবেদন দিয়ে থাকে, তাহলে কি বলব! বিষয়টি দুঃখজনক। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় নয় মাস কারাগারে থাকার পর গত ৪ মার্চ জামিনে মুক্তি পান কিশোর। পরে ২০১৩ সালের নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইনে আদালতে একটি মামলার আবেদন করেন তিনি, যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নির্যাতনের অভিযোগ আনা হয়।