করোনাকালীন ক্যারিয়ার ভাবনা ও প্রস্তুতি শীর্ষক সেমিনার

সিআইইউ

| সোমবার , ৭ জুন, ২০২১ at ৭:০০ পূর্বাহ্ণ

কেমন হবে আগামী দিনের ক্যারিয়ার, প্রস্তুতি নেওয়ার ধরন কী, কীভাবে সময়ের সঙ্গে সিলেবাসের সমন্বয় করা যাবে-এমন বিষয়গুলো নিয়ে সম্প্রতি সিআইইউর ক্লাব সংগঠন বিজনেস স্টুডেন্টস সোসাইটি (বিএসএস) অনলাইনে ‘করোনাকালীন ক্যারিয়ার ভাবনা ও প্রস্তুতি’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে। এতে সিআইইউর শিক্ষার্থীরা ছাড়াও ক্যারিয়ার নিয়ে সচেতন চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানটি বিজনেস স্টুডেন্টস সোসাইটি ও সিআইইউর ফেসবুক পেইজে একসঙ্গে প্রচার করা হয়।
অনুষ্ঠানে আলোচকের বক্তব্যে র‌্যাংকস এফসি’র সিইও তানভীর শাহরিয়ার রিমন বলেন, করোনার এই সময়ে মানসিক ফিটনেস খুব জরুরি। ফেসবুক ও লিংকডইনে আপডেট থাকার পাশাপাশি শিক্ষার্থীদের টাইম ম্যানেজমেন্ট করে দক্ষতা বাড়াতে হবে। সিআইইউর দুই ছাত্রী সারা দিলশাদ ও আফসানা ফাইরুজের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন দি ওয়েস্টিনের সাবেক প্রধান মানবসম্পদ কর্মকর্তা মনোয়ার হোসেন, বিজনেস স্টুডেন্টস সোসাইটির ফ্যাকাল্টি ইন-চার্জ ও প্রভাষক সায়ীদ হাসান, বিজনেস স্টুডেন্টস সোসাইটির সাধারণ সম্পাদক তাহমিনা ইয়াসমিন শামা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভূমি সেবা সপ্তাহ শুরু
পরবর্তী নিবন্ধসকলের স্বাস্থ্য সেবা নিশ্চিতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন