চট্টগ্রামের ছেলে শীমুল শীল। কন্ঠে তার সুরের জাদু। বিশেষ করে ভান্ডারী গানের যেন ভান্ডার শীমুল শীল। তার কন্ঠে ভান্ডারী এবং আধ্যাত্মিক যেন একেবারেই মানিয়ে গেছে। অস্যংখ্য গান আর এ্যালবাম বের হয়েছে শীমুল শীলের। এবার সে তালিকায় যোগ হলো আরো একটি নতুন গান। এবার শীমুল তার দরদী কন্ঠে ফুটিয়ে তুললেন ‘মনে খাজা প্রাণে খাজা’। বাংলাদেশের স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকের ব্যানারে আলাউদ্দিন আলোর সংগীতায়োজনে মোহাম্মদ আহসান আরিফের কথায়, জুয়েল আরকে চক্রবর্তীর সুরে উপমহাদেশের প্রখ্যাত ইসলামী সাধক হযরত খাজা মইনুদ্দীন চিশতী (রহ.)এর শানে ‘মনে খাজা প্রাণে খাজা’ শিরোনামে জনপ্রিয় আরো একটি নতুন গান নিয়ে হাাজির হলেন শীমুল শীল। গানটিকে শ্রুতিমধুর করে তুলেছে কথার মালা গাঁথা, সুরের অসাধারণ মূর্চ্ছনা এবং শিমুল শীলের প্রাণবন্ত পরিবেশনা। শীমুল শীল জানান, গানটি শ্রোতোদের ভালো লাগবে। গানটি নিয়ে দারুণ আশাবাদী শীমুল শীল। গানটি ইতোমধ্যে সাড়া জাগিয়েছে অডিও ভিডিও এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে।