নতুন ধারাবাহিক ‘টুইন ভিলেজ’

| সোমবার , ৭ জুন, ২০২১ at ৬:২১ পূর্বাহ্ণ

মোশাররফ করিম অভিনীত দর্শকপ্রিয় নাটক ‘যমজ’। আলোচিত এই সিরিজ পরিচালনা করেন আজাদ কালাম। এবার এই নির্মাতা নির্মাণ করলেন ‘টুইন ভিলেজ’ নামে একটি ধারাবাহিক নাটক। এটি যৌথভাবে রচনা করেছেন আজাদ কালাম ও সুজিত বিশ্বাস। নির্মাতা আজাদ কালাম জানান, একটি গ্রামের প্রতিটি ঘরে যমজ সন্তান। বিস্ময়কর মনে হলেও সত্য যে, বহু বছর ধরে এ গ্রামে যমজ সন্তান জন্ম নিচ্ছে। আর সেই সূত্রে গ্রামের নামকরণ হয় ‘টুইন ভিলেজ’। এই যমজের গল্প নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটকটি। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, শ্যামল মওলা, শশী, সালহা খানম নাদিয়া, আরফান আহমেদ, সিদ্দিকুর রহমান, চিত্রলেখা গুহ, রহমত আলী, শামীমা নাজনীন, প্রাণ রায়, মম মোর্শেদ, এ্যানি খান, পুনম জুঁই, দীপান্বিতা, সুজিত বিশ্বাস প্রমুখ। আগামীকাল মঙ্গলবার ধারাবাহিক এই নাটকের প্রথম পর্ব আরটিভিতে প্রচার হবে। সপ্তাহে মঙ্গল থেকে বৃহস্পতিবার রাত ১০টায় দেখা যাবে এটি।

পূর্ববর্তী নিবন্ধনতুন সিনেমায় সাবা
পরবর্তী নিবন্ধশিমুল শীলের নতুন গান ‘মনে খাজা প্রাণে খাজা’