ধসে পড়েছে নগরের লালদীঘি মাঠের সীমানা দেয়ালের একাংশ। এতে সেখানে ২ কোটি ২৫ লাখ টাকায় ঐতিহাসিক ছয় দফার স্মৃতি সংরক্ষণে বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় স্থাপিত কয়েকটি ম্যুরাল ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রকল্পটির পরিচালক শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জালাল উদ্দিন আজাদীকে বলেন, আজ (গতকাল) ভারী বর্ষণের ফলে লালদীঘি মাঠের সীমানা দেয়ালের পাহাড় সংলগ্ন একাংশ নিচের দিকে ধসে গেছে। এতে কয়েকটি ম্যুরাল ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রকল্পের অধীনে নতুন করে মাঠের ওই অংশে কোনো সীমানা দেয়াল নির্মাণ করা হয়নি। সমপ্রতি সিএমপি হেডকোয়ার্টারের বহুতল ভবন নির্মাণের পাইলিংয়ের কারণে সংলগ্ন দেয়ালটির কিছু অংশ নড়বড়ে হয়ে পড়ে। ধসে পড়া দেয়ালটি অনেক পুরনো, যা গণপূর্ত অধিদপ্তর অথবা সিটি কর্পোরেশন নির্মাণ করেছিল। ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কারের কাজ শুরু করা হয়েছে। তিনি বলেন, প্রকল্পের কাজ এখনো সমাপ্ত হয়নি। সুতরাং নতুন করে কোনো ক্ষতি হলেও তা প্রকল্পের আওতায় সংস্কার করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির অনুমোদন নিয়ে গৃহীত প্রকল্পের আওতায় লালদীঘি মাঠের এক পাশে মুক্তমঞ্চ রয়েছে। ইতোমধ্যে এর কাজ শেষ হয়েছে। এছাড়া মাঠ উঁচু করে সেখানে উন্নত মানের ঘাস রোপণ করা হয়েছে।