পুঁজিবাজারে সাড়ে ১০ বছরে সর্বোচ্চ লেনদেন

| সোমবার , ৭ জুন, ২০২১ at ৫:৩২ পূর্বাহ্ণ

সপ্তাহের প্রথম দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে ২ হাজার ৬৬৯ কোটি টাকার বেশি শেয়ার কেনাবেচার মাধ্যমে পুঁজিবাজারে লেনদেন ২০১০ সালের ধসের সময়কার উচ্চতায় পৌঁছেছে, যা সাড়ে ১০ বছরে সর্বোচ্চ। আগামী ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পর গতকাল রোববার প্রথম লেনদেনে বাংলাদেশের দুই পুঁজিবাজারে লেনদেন অনেক বাড়লেও শেয়ার বিক্রির চাপে সূচক কিছুটা কমেছে।
দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে এদিন লেনদেন আগের দিনের তুলনায় ২২ দশমিক ৩২ শতাংশ বা ৪৮৭ কোটি ১৪ লাখ টাকা বেড়েছে। ঢাকায় ২ হাজার ৬৬৯ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ছিল ২ হাজার ১৮২ কোটি ২৫ লাখ টাকা। এই লেনদেন গত সাড়ে ১০ বছরের মধ্যে বেশি। এর আগে এর চেয়ে বেশি লেনদেন হয়েছিল ২০১০ সালের ৬ ডিসেম্বর। সেদিন ডিএসইতে লেনদেন ছিল ২ হাজার ৭১০ কোটি ৬২ লাখ টাকা। খবর বিডিনিউজের।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কমিশনার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক শেখ শামসুদ্দিন আহমেদ গতকাল রোববার চট্টগ্রাম স্টক এঙচেঞ্জের এক অনুষ্ঠানে বলেন, বাংলাদেশের পুঁজিবাজার এখন খুব ভালো অবস্থায় আছে। অন্যান্য বছর বাজেটের পরে পুঁজিবাজারে লেনদেন কমে যায়। কিন্তু এবার বাজেটের পরদিন রেকর্ড লেনদেন হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এঙচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৩৬ দশমিক ৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৫০৭ দশমিক শূন্য ৩ পয়েন্টে।
সিএসইতে রোববার লেনদেন আগের দিনের তুলনায় ১৮২ শতাংশ বা ১০৩ কোটি ২১ লাখ টাকা বেড়েছে। সিএসই রোববার ১৫৯ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৫৬ কোটি ৬৪ লাখ টাকা। সিএসইতে লেনদেন হয়েছে ২৯২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির দর।

পূর্ববর্তী নিবন্ধশঙ্কা হলো সত্যি, ডুবল নগরী
পরবর্তী নিবন্ধদেশে শনাক্তের হার ১০.৭৩ শতাংশ