স্বাধীনতার ৭৫বর্ষ উদযাপনকে সামনে রেখে ভারতীয় হাইকমিশন বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচি পালন করছে। ভারতীয় সহকারী হাই কমিশন চট্টগ্রামের উদ্যোগে গতকাল শুক্রবার অন্নদাঠাকুর আদ্যাপীঠ রাউজানে ফলদ গাছের চারা রোপন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী লিচু চারা রোপন করে কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্নদাঠাকুর আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘের সাধারণ সম্পাদক-ট্রাস্টি ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল কুমার পালিত, মন্দিরের পুরোহিত তপন চক্রবর্তী, পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মদিবস উপলক্ষে ও রাউজান আদ্যাপীঠে ভারতীয় সহকারী হাই কমিশনের উদ্যোগে বৃক্ষরোপন করা হয়। ভারতীয় হাই কমিশনের এ ধরনের কর্মসূচিতে অন্নদাঠাকুর আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘের নাম গুরুত্ব সহকারে বিবেচনা এবং কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ দেয়ায় ভারতীয় সহকারী হাই কমিশন চট্টগ্রামকে প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক ও ট্রাস্টি শ্যামল কুমার পালিত ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।