ওরা সিএনজি চালকদের ভাড়ায় নিয়ে জিম্মি করে টাকা আদায় করতো। জিম্মি করা লোকটির হাতে খেলনার পিস্তল দিয়ে ছবি উঠিয়ে রেখে ভয় দেখিয়ে সতর্ক করতো ঘটনা প্রকাশ করলে অস্ত্রহাতে উঠানো ছবি প্রকাশ করে দেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পাঠানো হবে পুলিশে। সিএনজি অটোরিক্সার যাত্রীবেশি কিশোর যুবকদের একটি চক্র এই ধরণের কাজে লিপ্ত হয়ে অনেক সহজ সরল সিএনজি চালককে জিম্মি করে তাদের কাছ থেকে আদায় করছিল বিভিন্ন অংকের টাকা। সর্বশেষ গত ২৯ মে সংঘটিত একটি ঘটনার শিকার এক সিএনজি আটোরিঙা চালকের অভিযোগের ভিত্তিতে রাউজান থানা পুলিশ গত শুক্রবার জড়িত দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
পুলিশ জানিয়েছে অপরাধী চক্রের ফাঁদ থেকে ছাড়া পাওয়া সিএনজি চালক মনছুর রাউজান থানায় ঘটনা জানিয়ে অভিযযোগ দিলে পুলিশ ঘটনা তদন্তে নামে। পুলিশ অপরাধী চক্রটির ব্যবহৃত বিকাশ নম্বারটি সনাক্ত করেই তাদের দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। একইসাথে উদ্ধার করা হয় প্লাস্টিকের খেলনার অস্ত্র ও চাঁদাবাজিতে ব্যবহৃত বিকাশ নম্বরসহ মোবাইল সেট। ওসি আবদুল্লাহ আল হারুন জানান- গত শুক্রবার দিবাগত রাত ২টা ১০ মিনিটের সময় কাউখালি উপজেলার বেতবুনিয়া চেহেরি বাজার থেকে গ্রেপ্তার দুজন হচ্ছে বেতবুনিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হ্যাডম্যান পাড়ার মৃত আবুল কালম মিয়ার পুত্র মো. মামুন উদ্দিন (২৮)। একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের টেইলাপাড়ার আনোয়ার হোসেন প্রকাশ ফকিরের পুত্র ইমরান হোসেন প্রকাশ মনা (৩০)। তাদের কাছ থেকে চাঁদাবাজিতে ব্যবহৃত বিকাশ নম্বরের সীমকার্ডসহ মোবাইল সেট, প্লাস্টিকের খেলনার অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত আরও একজন পালতক রয়েছে। গ্রেপ্তার যুবকদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।