চট্টগ্রামে স্বাস্থ্য খাতে বিশেষ বরাদ্দের প্রয়োজন: শুক্কুর

| রবিবার , ৬ জুন, ২০২১ at ৬:৫৯ পূর্বাহ্ণ

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চট্টগ্রাম মহানগর সভাপতি এইচ এম মুজিবুল হক শুক্কুর গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে প্রস্তাবিত জাতীয় বাজেট প্রতিক্রিয়ায় বলেছেন, মহামারী করোনার কারণে ২০২১-২২ অর্থবছরে জাতীয় অর্থনীতি বহুমাত্রিক ঝুঁকির মধ্যে রয়েছে। এমতাবস্থায় বিশাল ঘাটতি বাজেট বাস্তবায়ন খুবই কষ্টসাধ্য। প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ অপ্রতুল।
এ খাতে বরাদ্দ বাড়ানো জরুরি ছিল। দেশজ শিল্পের উন্নয়নে বাজেটে গৃহীত পরিকল্পনা ইতিবাচক। তবে প্রশাসনিক ও রাষ্ট্রায়ত্ত বিভিন্ন খাতে ব্যয় সংকোচন নীতি অবলম্বন করা হয়নি। কর্পোরেট কর বৃদ্ধির প্রস্তাবনা কোনভাবেই যুক্তিসঙ্গত হয়নি। ক্ষুদ্র-মাঝারি ব্যাবসায়ীদের পুনর্বাসনে বাজেটে কোন নির্দেশনা আসে নি।
এদের জন্য সহজ শর্তে সুদবিহীন ঋণ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা আবশ্যক।
চট্টগ্রাম দ্বিতীয় বৃহত্তম বন্দর নগরী হওয়া সত্ত্বেও চট্টগ্রামের জন্য প্রস্তাবিত বরাদ্দ আশাব্যাঞ্জক নয়। প্রেস বিজ্ঞপ্তি।
চট্টগ্রামের বন্দর হালিশহর, উত্তর ও দক্ষিণ জেলায় ৫০০ শয্যার তিনটি হাসপাতালের প্রয়োজনীয়তা গুরুত্ব অনুধাবন করে আপাতত হালিশহরে একটি হাসপাতালের পক্রিয়া শুরু হয়েছিল। প্রস্তাবিত বাজেটে সেই হাসপাতাল নির্মাণে কোন বাজেট না থাকায় চট্টগ্রামবাসী হতাশ হয়েছে। তাই চট্টগ্রামে স্বাস্থ্যখাতে বিশেষ বরাদ্দের জন্য তিনি দাবি জানান।

পূর্ববর্তী নিবন্ধজাসদের ৫ নেতা স্মরণে জেএসডির শোকসভা
পরবর্তী নিবন্ধকালো টাকা নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যে বিস্ময় টিআইবির