জন্মনিবন্ধন সার্টিফিকেট একজন নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দলিল। এবং এটা পাওয়া প্রতিটি নাগরিকের ন্যায্য অধিকার। কিন্তু এই অধিকার আদায়ে সাধারণ মানুষের যে পরিমাণ ভোগান্তির শিকার হতে হচ্ছে সেটা কোনোভাবেই কাম্য নয়। সমপ্রতি শিক্ষামন্ত্রণালয় থেকে শিক্ষার্থীদের অনলাইন জন্মনিবন্ধন সার্টিফিকেট করতে বলার পর এই ভোগান্তির পরিমাণ বেড়ে যায় সাধারণ মানুষের।
এই সমস্যা সারা বাংলাদেশে নিশ্চয় বিদ্যমান, তবে চট্টগ্রামে সরজমিনে যা দেখা গিয়েছে তা রীতিমতো চোখ কপালে উঠার মতো বিষয়। চট্টগ্রামের ৯ নম্বর ওয়ার্ডে সরজমিনে গিয়ে দেখা মিললো এক ভিন্ন চিত্র। ওই এলাকার ভোটার না হলে মিলছে না তাদের সন্তানের জন্মনিবন্ধন সার্টিফিকেট। অথচ এমন নিয়ম কোথাও নেই। একজন শিশুর জন্মনিবন্ধন করতে বাবা-মায়ের জন্মনিবন্ধ সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড এসব প্রয়োজন হতে পারে কিন্তু ওই ওয়ার্ডে ভোটার হতে হবে এমন নিয়ম জানা নাই কারও। অথচ দিব্যি ওখানকার বাসিন্দারা ফিরে আসছে এমন অভিযোগ নিয়ে।এছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, ওয়ার্ড় অফিসে জন্মনিবন্ধনের জন্য যে ফরমগুলো রয়েছে সেগুলো প্রতি কপি ৩০ টাকা করে বিক্রি করছে ওয়ার্ড অফিসের এক কর্মকর্তা। অথচ ওই ফরমের উপর লেখা আছে সম্পূর্ণ ফ্রি!
এবার আসা যাক ১০ নম্বর ওয়ার্ডে। চট্টগ্রামের ১০ নম্বর ওয়ার্ডে চলছে আরও রমরমা কারবার। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন বলেন, জন্মনিবন্ধন করতে গেলে বয়স প্রতি টাকা দিতে হয়। আপনার বয়স যদি ১০ বছর হয় তাহলে ১০০ টাকা। ৫০ বছর হলে ৫০০ টাকা। প্রতি বছরের জন্য আপনাকে গুনতে হবে ১০ টাকা করে।
এমনভাবে ৭, ৩২ নম্বর সহ নগরীর বেশ কয়েকটি ওয়ার্ডের বাসিন্দাদের রয়েছে বিভিন্ন অভিযোগ। অথচ এই অভিযোগ আমলে নেওয়ার মতো নেই কেউ।
আজহার মাহমুদ, চট্টগ্রাম।