আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে কৌশলে বাড়ানো হচ্ছে ভোগ্যপণ্যের দাম। সাধারণ ভোক্তাদের ক্রয়-ক্ষমতা ও অস্বস্তির কথা চিন্তা করে এ ব্যাপারে বাণিজ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন সাবেক চসিক প্রশাসক ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। গতকাল শনিবার তিনি এ হস্তক্ষেপ কামনা করেন।
সুজন আরো বলেন, আমাদের দেশে এক প্রকার নিয়ম হয়ে গিয়েছে, যেকোনো উৎসবে, বিশেষ করে দুই ঈদ আর পূজায় অহেতুক ভোগ্যপণ্যের দাম বাড়াতে হবে। এর ফলে কতিপয় ব্যবসায়ীরা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যান। কিন্তু অসুবিধায় পড়েন সাধারণ মানুষ। তাই বাণিজ্য মন্ত্রণালয়কে শক্তহাতে ভোগ্যপণ্য সিন্ডিকেটের লাগাম টেনে ধরতে হবে। সাধারণ ভোক্তারা তাতে একটু হলেও স্বস্তি ফিরে পাবেন। প্রেস বিজ্ঞপ্তি।