রাঙামাটিতে বসতবাড়িতে মিলল ৩টি আগ্নেয়াস্ত্র

যৌথ বাহিনীর অভিযান

রাঙামাটি প্রতিনিধি | শনিবার , ৫ জুন, ২০২১ at ৭:০৯ পূর্বাহ্ণ

রাঙামাটিতে লিখন চাকমা নামের একজনের বাসা থেকে ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাঙামাটি সদরের বালুখালী ইউনিয়নের এগুজ্যাছড়ি গ্রামে এ অভিযান চালানো হয়। রাঙামাটি কোতোয়ালী থানার ওসি কবির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোর থেকে বিকেল পর্যন্ত এগজ্যাছড়ি গ্রামে অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। এসময় লিখন চাকমার বাড়ি থেকে ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৭টি পিলেট, ১টি মোবাইল, রাবারের ফিতা ৭টি, গুলতি ১৫টি সহ বেশ কিছু চিকিৎসা সামগ্রী উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, যৌথবাহিনীর আসার খবরে পালিয়ে যায় লিখন। যে কারণে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ঘটনায় অস্ত্র আইনে তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদরিদ্রদের মাঝে শিব সেবক পরিষদের ত্রাণ বিতরণ
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় অবৈধ করাতকল সীলগালা, ২শ ঘনফুট কাঠ জব্দ