জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও খাবার বিতরণ

| শুক্রবার , ৪ জুন, ২০২১ at ৬:১৫ পূর্বাহ্ণ

যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, আওয়ামী লীগ এদেশের স্বার্থের জন্য কখনোই কোনো শুভ কাজ করেনি। এই দেশকে নির্মাণের জন্য তারা কোনো ভালো কাজ করেনি। তিনি গতকাল বৃহস্পতিবার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পাহাড়তলী থানা যুবদলের উদ্যোগে এ.কে. খান মোড় সংলগ্ন ছালেহীয়া মাদরাসা ও এতিমখানায় এতিম শিশুদের মাঝে খাবার ও চিকিৎসা সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, নগর যুবদলের সহ- সভাপতি একেএম ফজলুল হক সুমন, কুতুব উদ্দিন, গিয়াস উদ্দিন টুনু, মিজানুর রহমান বাবুল, শওকত খান রাজু, মেসবাহ উদ্দিন, ইউনুছ, আজিজ চৌধুরী, রাসেল খান, এটিএম সায়েম আজমী, আনোয়ার হোসেন, খালেদ সাইফুল্লাহ, মনসুর আহমেদ মোহন, মো. মাসুদ, শাহাদাত হোসেন, মিজানুর রহমান রাজু, ঈমাম উদ্দিন তারেক, রুবেল, ইমরান, শহীদুল, বাপ্পী, কামাল, এনামুল্লাহ প্রমুখ নেতৃবৃন্দ।
আন্দরকিল্লা ওয়ার্ড যুবদল : সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড যুবদল নেতা মঈনুদ্দিন খান রাজিবের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ আবুল বশর, ওসমান গনী, এম.এ. রাজ্জাক, আসাদুর রহমান টিপু, সালাউদ্দিন, এরশাদ মোমেন আশু, আবদুল জলিল, হাসান, সাইফুল ইসলাম, আরশে আজিম আরিফ, জাহেদ, মুরাদ, সুলতান, দুলাল, হারুন, কামরুল ইসলাম, ছোট হারুন, আরমান, শামীম, আলমগীর, রুবেল, মহিন, আব্দুল কাদের প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রাইভেটকারে তল্লাশি পটিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার দুই
পরবর্তী নিবন্ধবাজেট সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে