নেতাকর্মীর সাথে এমপির বিরোধ নিরসনের নির্দেশ কেন্দ্রের

উপজেলা ও জেলা সভাপতি সম্পাদকদের জরুরি সভা ৮ জুন ঢাকায় শুরু

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৪ জুন, ২০২১ at ৫:৫৭ পূর্বাহ্ণ

উপজেলা পর্যায়ে এমপিদের সাথে দলের নেতাকর্মীদের বিরোধ নিরসনের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা। এ লক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, জেলা সভাপতি-সাধারণ সম্পাদক এবং সংশ্লিষ্ট উপজেলার এমপিদের নিয়ে আগামী ৮ ও ৯ জুন ঢাকায় জরুরি সভা করবেন কেন্দ্রীয় নেতারা। সভায় চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ জেলা ও উপজেলাগুলোতে দ্রুত সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি করারও তাগিদ দেয়া হবে। চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এবং চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের সাথে চট্টগ্রামের সাংসদদের বৈঠকে এ তাগিদ দেয়া হয়।
গতকাল বৃহস্পতিবার হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের জাতীয় সংসদের অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এ বিষয়ে সাংসদ মোছলেম উদ্দিন আহমদ আজাদীকে জানান, মাঠ পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে উপজেলা ও থানা সম্মেলনের ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে। এ লক্ষে আগামী ৮ ও ৯ জুন ঢাকায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি-সাধারণ সম্পাদক, জেলা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক এবং সংশ্লিষ্ট উপজেলার এমপিদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। প্রত্যেক থানা নিয়ে আধঘন্টা করে বৈঠক করবেন কেন্দ্রীয় নেতারা। তৃণমূলের কথা শুনবেন এবং সংগঠনকে শক্তিশালী করতে নির্দেশনা দেবেন। এরপর উপজেলা পর্যায়ে বর্ধিত সভা করা হবে। বৈঠকের বিষয়ে আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এমপি আজাদীকে জানান, বৈঠকটা মূলত সাংগঠনিক বিষয়ে হয়েছে। এ বছর চট্টগ্রামে যেসব জেলা-উপজেলা কমিটি মেয়াদোত্তীর্ণ, সেগুলোতে সম্মেলন করে নতুন কমিটি করার কথা বলা হয়েছে। এদিকে সাংসদ দিদারুল আলম আজাদীকে জানান, আমি কেন্দ্রীয় নেতাদের বলেছি, আমার উপজেলা নিয়ে একদিন বসলে সব ঠিক হয়ে যাবে। উপজেলার নেতাকর্মীদের নিয়ে আমি কাজ করার চেষ্টা করি। উপজেলা আওয়ামীলীগের সাথে আমার কোন বিরোধ নেই।
সভায় উপস্থিত ছিলেন আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এমপি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, মোছলেম উদ্দিন আহমদ এমপি, এবিএম ফজলে করিম চৌধুরী এমপি, সাবেক মন্ত্রী ডা. আফছা্‌রুল আমীন এমপি, দিদারুল আলম এমপি, মাহফুজুর রহমান মিতা এমপি, নজরুল ইসলাম চৌধুরী এমপি, ড. আবু রেজা মুহাম্মদ নদভী এমপি, মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, খাদিজাতুল
আনোয়ার সনি এমপি।
সভায় উপস্থিত ছিলেন না তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি ও এম এ লতিফ এমপি।

পূর্ববর্তী নিবন্ধউদ্বোধনের আড়াই মাসে ধসে গেছে সড়কের একাধিক স্থান
পরবর্তী নিবন্ধবাগানের জমির সঠিক ব্যবহার হলে উৎপাদন হবে দ্বিগুণ