শ্রমজীবীদের বাজেট ভাবনা

‘বাজেট লই চিন্তা গরনর সম কডে দুই বেলা খাইত পাইরলে অইয়্যে’

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৪ জুন, ২০২১ at ৫:৫৬ পূর্বাহ্ণ

সংসদে গতকাল অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার শেষের দিকে আজাদীর পক্ষ থেকে প্রতিক্রিয়া জানতে যাওয়া হয় নগরীর শ্রমজীবী মানুষের কাছে। প্রতিক্রিয়া গ্রহণ কালে দেখা যায়- বেশিরভাগ মানুষেরই বাজেট সম্পর্কে তেমন কোন ধারণা নেই। তারা বাজেট ঘাটতি, কর, রাজস্ব আয়, অর্থনৈতিক প্রবৃদ্ধি, তারল্য সংকট অনেক কিছুই বোঝেন না। বাজেটে দাম বাড়ছে কমছে কোন কোন পণ্যের- তা জানার প্রয়োজন নেই। প্রায় সবার প্রত্যাশা- তারা পরিবার পরিজন নিয়ে একটু স্বস্তিতে বাঁচতে চায়। নানা সমস্যায় জর্জরিত মানুষগুলোর কেউ কেউ সরকারি কর্মকান্ডে দারুণ হতাশ, কেউ আবার মনে করছেন সরকার চেষ্টা করছে ঠিকই, তবে নানা সীমাবদ্ধতায় পেরে উঠছে না।
বাজেট কী? এমন প্রশ্নের জবাবে গতকাল বিকেলে লালদীঘির পাড়ে নজিবুর নামে এক ভ্যান চালক বলেন, বাজেট কি ন জানি। তয় বাজেট আইলে জিনিসপত্রর দাম বাড়ি যাগই। আঁরা সাধারণ মানুষ। আঁরার আবার বাজেট কীয়র? বাজেট দি আঁরা কীত্তাম ? আঁরা বাজেট ন বুজি, কম দামে খাইতাম চাই। নজিবুর রহমান সাতকানিয়ার বাসিন্দা। প্রায় ৫ বছর ধরে নগরীতে বসবাস করছেন। তার ভাষ্যমতে, অভাবর সংসারত বাজেট লই চিন্তা গরনর সম কডে, কনরমে দুই বেলা খাইত পাইরলে অইয়্যে।
নগরীর সিআরবি এলাকায় চা বিক্রেতা মোল্লা মিয়া। তিনি জানান, বাজেট পেশ করা হয়েছে মাত্র। কিন্তু বাজারে সিগারেট, চিনি, চা পাতাসহ বিভিন্ন পণ্য বেশি দামে কিনতে হচ্ছে তাকে। তবে তিনি বেশি দামে বিক্রি করতে পারছেন না। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বাজেট আসলেই জিনিসপত্রের দাম বাড়ে। বাজেট মানেই গরিবের পেটে লাথি মারা। কেমন বাজেট চান-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার নিত্য পণ্যের দাম যদি কমায় রাখতে পারে তাইলে সেটা হবে মানুষের জন্য সুবিধাজনক বাজেট।
কুমিল্লার আবদুল মজিদ। শহর এলাকার বাসে লালদীঘির পাড় থেকে টাইগার পাস যাচ্ছেন। তিনি বলেন, ভাই বাজেট টাজেট বুঝি না। দু’গা ডাল-ভাত খাইয়া বাইচতে পারলেই খুশি। এর বেশি কিছু বুজি না।
বাজেট সম্পর্কে স্পষ্ট ধারণা নেই ওসমান আলীর। তিনি একজন সাধারণ মুদি দোকানি। স্ত্রী-সন্তান নিয়ে থাকেন দক্ষিণ নালাপাড়ায়। তার মতে, বাজেট ঘোষণা মানেই পণ্য মূল্য বাড়বে। এদেশে কোনো পণ্যের দাম কমে না। বললেন, আমার মতামতের কোনো মূল্য নেই। সাধারণ মানুষের উপকারে আসে কিংবা দ্রব্যমূল্য কমেছে এমন নজির নেই।
দিনমজুর কাশেম আলী জানতে চাইলেন, বাজেটে কি তেল-মরিচ-নুনের দাম কমেছে? চালের দাম বা তরকারির দাম কমবে? তার মতে, বাজেট হচ্ছে সরকারের বিষয়।
রিকশা চালক মনসুর মিয়া জানালেন, বাজেট পেশের পরদিন প্রতি বছরই পত্রিকায় পণ্যের দাম বাড়া, দাম কমার খবর ছাপে। কিন্তু যা কিছু কমে তা আমাদের মতো মানুষের কাজে আসে না। দুয়েকটি দ্রব্যের দাম যদিও কমে তা আমার লাগে না।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়াকে কেবিনে স্থানান্তর
পরবর্তী নিবন্ধসঙ্কটকালে সময়োপযোগী বাজেট : কাদের