নগরীর বন্দর থানা এলাকায় মনি আকতার (১৩) নামের এক কিশোরী এবং বাকলিয়া থানা এলাকায় শিরিন বেগম (২৯) নামের এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে বন্দর থানাধীন কলসি দিঘীর পাড় এলাকায় এবং সকাল পৌনে আটটার দিকে কল্পলোক আবাসিকে এসব ঘটনা ঘটে। নিহত মনি আক্তার কলসি দিঘীর পাড় এলাকার মহসিন কলোনির আরজু মিয়ার মেয়ে। সে বিষ খেয়ে আত্মহত্যা করে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে শিরিন বেগমের বাড়ি বহদ্দারহাটের চেয়ারম্যান ঘাটা শাপলা আবাসিকে। সে কল্পলোক আবাসিকে জসীমের কলোনিতে স্বামীর সাথে ভাড়া বাসায় বসবাস থাকত। সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক শীলব্রত বড়ুয়া।
এই পুলিশ কর্মকর্তা বলেন, কিশোরী মনি আকতারকে বৃহস্পতিবার বিকেল পৌনে চারটার দিকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সে বিষ খেয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে তার স্বজনরা। অন্যদিকে সকাল সোয়া আটটায় কল্পলোক আবাসিক থেকে মুমূর্ষু শিরিন বেগমকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুজনের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।









