চোরাই মোবাইল সংগ্রহ করে অনলাইনে বিজ্ঞাপন দিয়ে তা বিক্রি করেন তারা। নগরীর চকবাজার থানার সিরাজউদ্দৌলা রোড থেকে ১০টি চোরাই মোবাইল সেট ও নগদ ২২ হাজার টাকাসহ ২ জনকে গ্রেপ্তার করার পর পুলিশ বিষয়টি জানতে পারে। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. ইমন মিয়া (২২) ও মো. খালেদ (২৪)। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করেন। ওসি আলমগীর মাহমুদ আজাদীকে বলেন, বুধবার রাত ১১টায় চোরাই মোবাইল বিক্রির জন্য অপেক্ষা করছিল ইমন ও খালেদ। খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশ বিভিন্ন ব্র্যান্ডের ১০টি মোবাইল সেটসহ তাদের হাতেনাতে গ্রেপ্তার করে। এ সময় চোরাই মোবাইল বিক্রির নগদ ২২ হাজার টাকা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, নগরীর মোবাইল চোর চক্রের সদস্যদের কাছ থেকে মোবাইল কিনে অনলাইনের মাধ্যমে তারা বিক্রি করে। থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।











