বাজেট গণমুখী ও আর্থ-সামাজিক বৃদ্ধির সোপান

নগর আ.লীগের প্রতিক্রিয়া

| শুক্রবার , ৪ জুন, ২০২১ at ৫:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন জীবন-জীবিকার প্রাধান্য দিয়ে ঘোষিত করোনা সংকট পরিত্রাণে ২০২১-২২ অর্থ বছরের বাজেটকে স্বাগত জানিয়েছেন।
এক যৌথ বিবৃতিতে তারা বলেন, অর্থনীতির চাকাকে সচল রাখতে প্রণোদনামূলক সহায়তা প্রদানের পাশাপাশি স্বাস্থ্যখাতকে অধিকতর গুরুত্ব দেয়ায় চলমান সংকট মোচনে এই বাজেট একটি যুগান্তকারী পদক্ষেপ। এখন সবচেয়ে বেশী প্রয়োজন যে-সকল প্রকল্প চট্টগ্রামের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার দিয়েছেন সেগুলোর সফল বাস্তবায়ন। তারা বলেন, বাজেটে প্রণোদনা প্যাকেজ সমূহ বাস্তবায়ন, কৃষিখাত, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনাকে অধিক গুরুত্ব দেয়া হয়েছে। সর্বোপরি বছরজুড়ে থাকছে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি এবং বাড়ানো হবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা। তাই এই বাজেট গণমুখী এবং সমাজ ও জনকল্যাণের আর্থ-সামাজিক সমৃদ্ধির সোপান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধওমানে ৩ ঘন্টার ব্যবধানে রাউজানের ২ ভাইয়ের মৃত্যু
পরবর্তী নিবন্ধবাজেটে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হয়েছে : শাহাদাত