পারিবারিক ও সামাজিক কারণে হতাশাগ্রস্ত এক যুবক ফেসবুকে সুইসাইড স্ট্যাটাস দিলে পুলিশের তড়িৎ হস্তক্ষেপে আত্মহত্যা থেকে রক্ষা পেল ওই যুবক। লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের চিংকুম ঝিরি এলাকায় এ ঘটনা ঘটে। ওই এলাকার মরহুম মাওলানা আমিন উল্লাহ্র ছেলে তিন সন্তানের জনক মো. মিরাজ হোসেন (৩৮) গতকাল তার ফেসবুকে সুইসাইড স্ট্যাটাস দেয়। এ সময় লামা থানা পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে তাকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিলে ওই যুবক আত্মহত্যার পথ থেকে ফিরে আসেন।
লামা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ফেসবুকে ওই যুবকের সুইসাইড স্ট্যাটাসের বিষয় অবগত হওয়ার সাথে সাথে মিরাজ হোসেনের সাথে মুঠোফোনে কথা বলি এবং তার বাড়িতে এসআই মো. ফরিদ উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম মিরাজের বাড়িতে পাঠাই। তার পারিবারিক বিষয়টি সমাধানের উদ্যোগ নেয়ার পাশাপাশি তার সিদ্ধান্তটি যে ভুল ছিল, সে বিষয়ে তাকে বুঝানো হয়। এক পর্যায়ে সে তার ভুল বুঝতে পারে এবং অনুতপ্ত হয়। ভবিষ্যতে আর এ ধরণের সিদ্ধান্ত নিবে না বলে জানায়।