ফটিকছড়িতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

| বৃহস্পতিবার , ৩ জুন, ২০২১ at ১২:০৯ অপরাহ্ণ

ফটিকছড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গত সোমবার করোনেশন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে বালক পর্যায়ে জাহানপুর আমজাদ আলী উচ্চ বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে ফটিকছড়ি করোনেশন উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। বালিকা পর্যায়ে নানুপুর বালিকা উচ্চ বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে ফটিকছড়ি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব। উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. সায়েদুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার, ভাইস চেয়ারম্যান ছালামত উল্লাহ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) জিসান বিন মাজেদ, জয়নাল আবেদীন, মীর মোরশেদ ও এস এম মাসুদ পারভেজ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাহমুদউল্লাহ-মোমিনুলের ব্যাটে গাজী গ্রুপের জয়
পরবর্তী নিবন্ধদল বাড়ছে বিশ্বকাপ ক্রিকেটে